Ga Ga Re Pakhi Ga - English Lyrics | গা গা রে পাখি গা - Bengali Lyrics

Ga Ga Re Pakhi Ga
নি সা গা মা পা নি সা রে
গা
গা গা রে পাখি গা
সোনার শিকল সোনার খাঁচা
দেব সোনয় ভরিয়ে দেব
গা
ওরে আয় বনে বনে ঘুরে
কেন মরিস
এ ডালে সে ডালে নেচে
নেচে মিছে ঘুরিস ফিরিস
গা গা রে সা নি ধা পা মা
গা রে সা

আমি যে বড়ই বড়ই একেলা
তোর বিনা জীবনের এ
কাটেনা বেলা
ওরে আ সুরে সুরে সুরভিত
দে ভরে
প্রাণের খাচার এই শূন্য
তারে তুই দেরে ভরে
গা গা রে সা নি ধা পা মা
গা রে সা