Ekhon Ami - English Lyrics | এখন আমি - Bengali Lyrics

Ekhon Ami
আমি তার ছলনায় ভুলবো
না...
কাজ নেই আর আমার
ভালোবেসে
কাজ নেই আর আমার
ভালোবেসে
চোখে জল নিয়ে দিন গুনবো
না
কাজ নেই আর আমার
ভালোবেসে
কাজ নেই আর আমার
ভালোবেসে
পোড়া মন জ্বালাতন করে
যা করুক
পোড়া মন জ্বালাতন করে
যা করুক
লোক লাজ ভয়ে টলবো না
ক্ষমা করো বলে সাধে যে
সাধুক
ক্ষমা করো বলে সাধে যে
সাধুক
আমি মিষ্টি কথায় গলবো
না
অজুহাত কোনো আর শুনবো
না
কাজ নেই আর আমার
ভালোবেসে
কাজ নেই আর আমার
ভালোবেসে
ভেঙে যায় যদি মন
কাঁচেরই মতন
ভেঙে যায় যদি মন
কাঁচেরই মতন
জোড়া দিলেও দাগ ঘুচবে
না
কপালের যা লিখন থাকে
আজীবন
কপালের যা লিখন থাকে
আজীবন
শত চেষ্টাতেও মুছবে না
সোজা পথ ছাড়া আর চলবো
না
কাজ নেই আর আমার
ভালোবেসে
কাজ নেই আর আমার
ভালোবেসে
আমি তার ছলনায় ভুলবো
না...
কাজ নেই আর আমার
ভালোবেসে
কাজ নেই আর আমার
ভালোবেসে