Chandan Palanke Shuye - English Lyrics | চন্দন পালংকে শুয়ে - Bengali Lyrics
Chandan Palanke Shuye
চন্দন পালংকে শুয়ে একা
একা কী হবে?
জীবনে তোমায় যদি পেলাম
না।
চন্দন পালংকে শুয়ে একা
একা কী হবে?
জীবনে তোমায় যদি পেলাম
না।
শ্বেত পাথরের
রাজপ্রাসাদে থেকে আর কী
হবে?
জীবনে তোমায় যদি পেলাম
না।
না হবতো সানাই বাজা
মনি হার কন্ঠ সাজা
না হবতো সানাই বাজা
মনি হার কন্ঠ সাজা
আজ আমার ফুলে ছোয়া
চতুর দোলা যাক বা না যাক
আগুনের ফুলকি ঝরা আতশ
বাজির উৎসবে
কী হবে জীবনে তোমায় যদি
পেলাম না।
চন্দন পালংকে শুয়ে একা
একা কী হবে?
জীবনে তোমায় যদি পেলাম
না।
শুনি যে জয়ধ্বনি
চারিধারে
কাঁদে এই শূন্য হিয়া
হাহাকারে।
শুনি যে জয়ধ্বনি
চারিধারে
কাঁদে এই শূন্য হিয়া
হাহাকারে।
মধুরাত স্বপ্ন ঝরা
আতরের গন্ধ ভরা
মধুরাত স্বপ্ন ঝরা
আতরের গন্ধ ভরা
আজ আমার বরনডালা হাজার
দিকে আলো ছড়াক,
সোনার এই মুকুট পরে
অভিষেকের গৌরবে
কী হবে জীবনে তোমায় যদি
পেলাম না।
চন্দন পালংকে শুয়ে একা
একা কী হবে?
জীবনে তোমায় যদি পেলাম
না।