Ami Lukate Parini Ashrulekha - English Lyrics | আমি লুকাতে পারিনি অশ্রুলেখা - Bengali Lyrics

Ami Lukate Parini Ashrulekha

আমি লুকাতে পারিনি
অশ্রুলেখা
তোমার মুখের পানে চেয়ে।
আজ শবরীর মত রিক্ত
ললিতা,
কি গান শোনাব বল গেয়ে।

আমি লুকাতে পারিনি
অশ্রুলেখা
তোমার মুখের পানে চেয়ে।

অন্ধ আবেগে ভাল যে
বেসেছি
বন্ধ দুয়ারে নীরবে
এসেছি।

অন্ধ আবেগে ভাল যে
বেসেছি
বন্ধ দুয়ারে নীরবে
এসেছি।

ফিরে চলে গেছি তাই
রাত্রির কাছে
তোমার সাড়া না পেয়ে।

কি গান শোনাব বল গেয়ে?

রাত্রির যত শিশির
বিন্দু
পৃথিবীকে ঢেকে রাখে
সে ত আমার দুঃখ,
তোমার স্মরণে, আমি
ভালবাসি যাকে।
গন্ধ ছড়ায়ে চলে যে
গিয়েছি
যা ছিল আমারি সবই ত
দিয়েছি।
দূরে সরে গেছি আজ
যাত্রীর ভিরে,
অনেক বেদনা সয়ে।

কি গান শোনাব বল গেয়ে?

আমি লুকাতে পারিনি
অশ্রুলেখা
তোমার মুখের পানে চেয়ে।