Ami Je Jalsaghare - English Lyrics | আমি যে জলসা ঘরে - Bengali Lyrics

Ami Je Jalsaghare

আমি যে জলসা ঘরের
বেলোয়ারি ঝাড়
আমি যে জলসা ঘরের
বেলোয়ারি ঝাড়
আমি যে জলসা ঘরের
নিশি ফুরালে কেহ
চায় না আমায়
জানি গো আর
নিশি ফুরালে কেহ
চায় না আমায়
জানিগো আর...
আমি যে জলসা ঘরের
আমি যে আতর ওগো
আতর দানে ভরা...
আমি যে আতর ওগো...
আতর দানে ভরা
আমারি কাজ হলো যে
গন্ধে খুশি করা
কে তারে রাখে মনে
ফুরালে হায় গন্ধ যে তার
কে তারে রাখে মনে
ফুরালে হায় গন্ধ যে তার
আমি যে জলসা ঘরের
হায়গো কি যে আগুন
জ্বলে বুকের মাঝে...
হায়গো কি যে আগুন
জ্বলে বুকের মাঝে
বুঝেও তবু...
বলতে পারিনা যে
আলেয়ার পিছে আমি
মিছেই ছুটে যাই বারে
বার
আলেয়ার পিছে আমি
মিছেই ছুটে যাই বারে
বার
আমি যে জলসা ঘরের
নিশি ফুরালে কেহ
চায়না আমায় জানিগো আর
নিশি ফুরালে কেহ
চায়না আমায় জানিগো আর
আমি যে জলসা ঘরের
বেলোয়ারি ঝাড়
আমি যে জলসা ঘরের