Tumi kon bhangoner- bengali lyrics | তুমি কোন্‌ ভাঙনের- bengali lyrics

তুমি কোন্‌ ভাঙনের- bengali lyrics

 

 

তুমি কোন্‌ ভাঙনের পথে এলে সুপ্তরাতে।
আমার ভাঙল যা তা ধন্য হল চরণপাতে।।
আমি রাখব গেঁথে তারে রক্তমনির হারে,
বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে।।
তুমি কোলে নিয়েছিলে সেতার, মীড় দিলে নিষ্ঠুর করে-
ছিন্ন যবে হল তার ফেলে গেলে ভুমি-’পরে।
নীরব তাহারি গান আমি তাই জানি তোমারি দান-
ফেরে সে ফাল্গুন-হাওয়ায়-হাওয়ায় সুরহারা মূর্ছনাতে।।

Related Articles