Sharthok Jonom Amar - Bengali Lyrics | স্বার্থক জনম আমার জন্মেছি - Bengali Lyrics

স্বার্থক জনম আমার জন্মেছি - Bengali Lyrics

 

স্বার্থক জনম আমার জন্মেছি এই দেশে
স্বার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে।।
জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে।।
কোন্‌ বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল,
কোন্‌ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে।
আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো,
ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে।।

Related Articles