Majhe Majhe- Bengali Lyrics | মাঝে মাঝে - Bengali Lyrics

মাঝে মাঝে - Bengali Lyrics

 

মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না।
মোহমেঘে তোমারে দেখিতে দেয় না।
অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না।
ক্ষনিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
ওহে হারাই হারাই সদা ভয় হয়, হারাইয়া ফেলি চকিতে
আশ না মিটিতে হারাইয়া-পলক না পড়িতে হারাইয়া-
হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে।
কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে
ওহে এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে।
আমার সাধ্য কিবা তোমারে- দয়া না করিলে কে পারে-
তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে।
আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ
ওহে তুমি যদি বল এখনি করিব বিষয় বাসনা বিসর্জন।
দিব শ্রীচরণে বিষয়- দিব অকাতরে বিষয়-
দিব তোমার লাগি বিষয়- বাসনা বিসর্জন।

 

Related Articles