Eki Labonno Purno Pran - Bengali Lyrics | একি লাবণ্যে পূর্ণ প্রাণগভীরে যাও - Bengali Lyrics

একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে,
আনন্দবসন্তসমাগমে॥
বিকশিত প্রীতিকুসুম হে
পুলকিত চিতকাননে॥
জীবনলতা অবনতা তব চরণে।
হরষগীত উচ্ছ্বসিত হে
কিরণমগন গগনে॥

Related Articles