Oi Mahasindhur Opar Theke - English Lyrics | ঐ মহাসিন্ধুর ওপার থেকে - Bengali Lyrics

Oi Mahasindhur Opar Theke

ঐ মহাসিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে?
ঐ মহাসিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে?
কে ডাকে কাতর প্রাণে,
মধুর তানে?
আয় চলে আয়
ওরে আয় চলে আয় আমার পাশে

মহাসিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে?

বলে আয়রে ছুটে, আয়রে
ত্বরা
হেথা নাইকো মৃত্যু,
নাইকো জরা
বলে আয়রে ছুটে, আয়রে
ত্বরা
হেথা নাইকো মৃত্যু,
নাইকো জরা
হেথা বাতাস
গীতি-গন্ধভরা
চির-স্নিগ্ধ মধুমাসে
হেথা চির-শ্যামল
বসুন্ধরা
চির-জ্যোৎস্না নীল
আকাশে

মহাসিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে?

কেন ভুতের বোঝা বহিস
পিছে?
ভুতের বেগার খেটে মরিস
মিছে?
দেখ ঐ সুধাসিন্ধু
উথলিছে
পূর্ণ ইন্দু পরকাশে
ভুতের বোঝা ফেলে
ঘরের ছেলে আয় চলে আয়
আমার পাশে

মহাসিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে?

কেন কারাগৃহে আছিস
বন্ধ?
ওরে, ওরে মূঢ়, ওরে অন্ধ
কেন কারাগৃহে আছিস
বন্ধ?
ওরে, ওরে মূঢ়, ওরে অন্ধ
ভবে সেই সে পরমানন্দ, যে
আমারে ভালবাসে
কেন ঘরের ছেলে পরের
কাছে পড়ে আছিস পরবাসে?

মহাসিন্ধুর ওপার থেকে
কি সঙ্গীত ভেসে আসে?
ঐ মহাসিন্ধুর ওপার
থেকে...

Related Articles