Upol nurir kankor churi baje - English Lyrics | উপল নুড়ির কাঁকন চুড়ি বাজে - Bengali Lyrics

তালঃ কাহার্‌বা

উপল নুড়ির কাঁকন চুড়ি বাজে -  Bengali Lyrics

উপল নুড়ির কাঁকন চুড়ি বাজে
	বাজে ঘুমতি নদীর জলে।
বুনো হাঁসের পাখার মত মন যে ভেসে চলে
	সেই ঘুমতি নদীর জলে।।
মেঘ এসেছে আকাশ ভ'রে —
যেন শ্যামল ধেনু চরে
নাগিনীর সম বিজলি-ফনা তুলে
	নাচে,নাচে নাচে রে।
	মেঘ-ঘন গগন তলে।।
পাহাড়িয়া অজগর ছুটে আসে ঝর্‌ ঝর্‌ বেনো-জল্‌
দিয়ে করতালি প'রে পিয়াল পাতার মাথালি
ছিটায় জল,গেঁয়ো কিশোরীর দল।
রিনিক,ঝিনিক,বাজে চাবি আঁচলে
কাল নাগিনীর মত পিঠে বেনী দোলে
তীর-ধনুক হাতে বন-শিকারির সাথে
	মন ছুটে যায় বনতলে।।

 

Upol nurir kankor churi baje - English Lyrics

Upol nurir kankor churi baje
baje ghumti nodeer jole
buno hanser pakhar moto mon je bhese chole


sei ghumoti nodeer jole
megh eseche akash bho're-
jeno shamol dheno chore


nagineer somo bijoli-fona tule
megh-ghono gogon tole
pahariya oojogor chute ase jhor jhor beno-jol


chitay jol,geyo kishor dol
rinik,jhinik, baje chabi achole
kal nagineer moto pithe benee dol

Related Articles