Kanon giri sindhu-paar - English Lyrics | কানন গিরি সিন্ধু–পার - Bengali Lyrics

রাগঃ ভীমপলশ্রী
তালঃ দাদ্‌রা

কানন গিরি সিন্ধু–পার - Bengali Lyrics
কানন গিরি সিন্ধু–পার ফির্‌নু পথিক দেশ–বিদেশ।
ভ্রমিনু কতই রূপে এই সৃজন ভুবন অশেষ।।
তীর্থ–পথিক এই পথের ফিরিয়া এলো না কেউ,
আজ এ পথে যাত্রা যার, কা’ল নাহি তার চিহ্ন লেশ।।
রাত্রি দিবার রঙমহল চিত্রিত এ চন্দ্রতাপ
দু’দিনের এ পান্থবাস এই ভুবন – এ সুখ–আবেশ।।
ভোগ–বিলাসী ‘জমশেদের জল্‌সা ছিল এই সে দেশ,
আজ শ্মশান, ছিল যেথায় “বাহ্‌রামের” আরাম আয়েশ।।

Kanon giri sindhu-paar - English Lyrics
Kanon giri sindhu-paar firnu pothik desh-bidesh.
Bhrominu kotoi rupe ei srijon bhubon oshesh.
Tirtho-pothik ei pother firiya elo na keu,
Aaj e pothe jatra jar, ka'l nahi tar chinho lesh.


Ratri dibar rongmohol chitrito e chandrotaap
Du'diner e panthobaash ei bhubon-- e sukh-- aabesh.
Bhog-- bilashi 'jomsheder jolsha chhilo ei se desh,
Aaj shoshan, chhilo jethaye "bahramer" aaram aayesh.

Related Articles