তালঃ দাদ্রা
হরি হে তুমি তাই দূরে থাক - Bengali Lyrics
হরি হে তুমি তাই দূরে থাক স’রে
পাষাণ দেউলে রাখিয়াছি হায় তোমারে পাষাণ করে॥
সেদিনও চেয়েছি মীরা ডেকে প্রিয়তম বলে
তোমায় গোপাল বলিয়া ডাকিয়া পাইল যশোদা মা শচী কোলে
দেবতা ভাবিয়া পূজা দিই মোরা তুমি তাহা নাহি খাও
তুমি লুকায়ে ভিখারি সাজিয়া মোদের পাতের অন্ন চাও।
রাখাল ছেলের আধ খাওয়া ফল
কেড়ে খাও তুমি হে চির সজল
Hori he tumi tai dure - English Lyrics