তুমি মধু্র অঙ্গে - Bengali Lyrics
তুমি মধু্র অঙ্গে, নাচো গো রঙ্গে, নূপুর ভেঙ্গে হৃদয়ে---
ঝিনিকি ঝিনিকি ঝিনিনি!
প্রেম-অধীরা
কন্ঠ মদিরা,
পরান পাত্রে এ মধু রাত্রে ঢালো গো।
নয়নে চরণে বসনে ভূষণে গাহো গো
মোহন রাগ-রাগিণী
ওগো নব অনুরাগিণী।।
মম শোণিত-স্রোতে বহিবে গান,
লহরে লহরে উঠিবে তান;
শিহরি উঠিবে অবশ প্রাণ;
রিনি রিনি রিনি রিনিনি।।
শুনি' তব পদ-গুঞ্জন, জগত-শ্রবণ-রঞ্জন,
আপন হরষে
আপন পরশে
তব চরণ-মন্ত্র পরান-যন্ত্রে বাজিবে।
সুখস্মৃতিগুলি আমারে ঘিরিয়া নাচিবে
রিনিকি রিনিকি রিনি রিনি!
ওগো পরান-বিলাসিনী।।
Tumi modhur onge - English Lyrics