তুমি গাও - Bengali Lyrics
তুমি গাও, তুমি গাও গো
গাহো মম জীবনে বসি,
বেদনে বাঁধা জীবন বীণা
ঝঙ্কারি বাজাও।
তুমি গাও।।
তোমার পানে চাহিয়া,
চলিব তরি বাহিয়া।
অভয় গান গাহি
ভয় ভাবনা ভুলাও।
তুমি গাও।।
দগ্ধ তবে চিত্ত হবে
এ মরু সংসারে।
স্নিগ্ধ করো মধুর সুরধারা।
তোমার যে সু্রে ছন্দে
পাখিরা গাহে আনন্দে,
শিষ্য করি আমারে
সে সংগীত শিখাও---
তুমি গাও।।
Tumi gao - English Lyrics