Ogo sathi - English Lyrics | ওগো সাথী - Bengali Lyrics
ভক্তি
ওগো সাথী - Bengali Lyrics
ওগো সাথী, মম সাথী, আমি সেই পথে যাব সাথে,
যে পথে আসিবে তরুণ প্রভাত অরুণ-তিলক মাথে।।
যে পথে কাননে আসে ফুলদল,
যে পথে কমলে পশে পরিমল,
যে পথে মলয় আনে সৌরভ শিশিরসিক্ত প্রাতে।
আমি সেই পথে যাব সাথে।।
যে পথে বন্ধুরা যমুনার কূলে
যার ফুল হাতে প্রেমের দেউলে,
যে পথে বন্ধু বন্ধুর দেশে চলে বন্ধুর সাথে।।
আমি সেই পথে যাব সাথে,
যে পথে পাখিরা যায় গো কুলায়,
যে পথে তপন যায় সন্ধ্যায়,
সে পথে মোদের হবে অভিসার শেষ তিমির-রাতে।।
Ogo sathi - English Lyrics
Ogo sathi, momo sathi, ami sei pothe jabo sathe,
Je pothe ashibe torun probhaat orun-tilok maathe.
Je pothe kanone ashe fuldol,
Je pothe komole poshe porimol,
Je pothe moloy aabe sourav shishirshikto praate.
Ami seu pothe jabo sathe.
Je pothe bondhura jomunar kule
Jar ful haate premer deule,
Je pothe bondhu bondhur deshe chole bondhur sathe.
Ami sei pothe jabo sathe,
Je pothe pakhira jaye go kulaye,
Je pothe topon jaye sondhyay,
Se pothe moder hobe obhishaar sesh timir-raate.