আমারে এ আঁধারে এমন করে - Bengali Lyrics
আমারে এ আঁধারে এমন করে
চালায় কে গো?
আমি দেখতে নারি, ধরতে নারি, বুঝতে নারি কিছুই যে গো।।
নয়নে নাহি ভাতি, মনে হয় চিররাতি,
মনে হয় তুমি আমার চিরসাথী;
একবার জ্বালিয়ে বাতি, ঘুচিয়ে রাতি
নয়ন ভরে দেখা দে গো।।
কাঁদায়ে কাঁটার ক্লেশে, কঠিন এই পথের শেষে
না জানি নিয়ে যাবে কোন্ বিদেশে!
একবার ভালোবেসে, কাছে এসে,
কানে কানে বলে দে গো।।
রয়েছিস যদি সাথে, দারুণ এ আঁধার রাতে,
ক্লান্ত মোরে চালিয়ে নে যা হাতে হাতে।
হস্ত আমার শিথিল হলেও
তুই আমারে ছাড়িস নে গো।।
Amare e aadhare amon kore - English Lyrics