আজ আমার শূন্য ঘরে - Bengali Lyrics
আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর,
ওগো অনেক দিনের পর।
আজ আমার সোনার বঁধু এল আপন ঘর,
ওগো অনেক দিনের পর।।
আজ আমার নাই কিছু কালো,
পেয়ে আজ উজল মণি
সব হলো আলো।
আজ আমার নাইকো কেহ পর,
সুখীরে করেছি সখা, দুঃখীরে দোসর
ওগো অনেক দিনের পর।।
মনে পড়িল তাকি?
এতদিন যে দুয়ার খুলে ছিনু একাকি।
বুঝি ভিজিল আঁখি।
আর ছেড়ে যেয়ো না বঁধু জন্মজন্মান্তর,
ওগো অনেক দিনের পর।
Aaj amar shunnyo ghore ashilo - English Lyrics